AL-HUDA ISLAMIC ACADEMY

   
 

   আল-হুদা ইসলামিক অ্যাকাডেমী ফরাক্কা ব্লকের অন্যতম আদর্শ শিশু শিক্ষা কেন্দ্র। শিশুর অবচেনতন মনের অপরিণত ভাবনার কুঁড়িগুলিকে প্রস্ফুটিত করার নিরলস প্রচেষ্টায় রত আমরা। শিশুর মনের প্রতিভার সুপ্তবীজ অঙ্কুরোদগমের জন্য আল-হুদা ইসলামিক অ্যাকাডেমী এর অনুকূল পরিবেশ, বৈজ্ঞানিক সহজ- সরল শিক্ষাদান পদ্ধতি এবং শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা এক- একটি অপরিহার্য শর্তের মত কাজ করে চলেছে। তাই বর্তমানে আল-হুদা ইসলামিক অ্যাকাডেমী নিজের কর্মগুণে খুব অল্প সময়ের মধ্যে ফরাক্কা ব্লকের অন্যতম শিশু শিক্ষা কেন্দ্রের আসন দখল করেছে। আপনার, আমার, সবার মিলিত প্রয়াসের ফলেই পরিপূর্ণভাবে শিশুমনের বিকাশ ঘটবে, বলিষ্ঠ নাগরিক হবে, সুন্দর ও সুপ্রতিষ্ঠিত হবে ভবিষ্যত জীবন, হবে "প্রকৃত মানুষ"। তাই সকল শিশুর অভিভাবক, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, শিক্ষাদরদী, সমাজসেবী। মানুষের নিকট সব রকম গঠন মূলক সুপরামর্শ ও মতামত দানের প্রার্থনা রইল।

 

পরিচালক
আল-হুদা ইসলামিক অ্যাকাডেমী